৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

১২ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

১২ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

শেয়ার করুন:

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। হ্যাকড হওয়া পেজটি প্রায় ১২ পর উদ্ধার হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ।

ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোরে পেজটি হ্যাক হয় এবং দিনভর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর নিয়ন্ত্রণ ফেরত পাওয়া যায়। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

জানা গেছে, শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজ থেকে হ্যাকার গ্রুপটি তাদের প্রথম পোস্ট দেয়। পেজটির নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল এবং কাভার ফটো পরিবর্তন করা হয়। এতে হ্যাকার গ্রুপের ছবিও ব্যবহার করা হয়।

ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টে হ্যাকার গ্রুপটি নিজেদের পরিচয় নিশ্চিত করে। প্রথম পোস্টে তারা জানায়, ‘পেজটি “এমএস ৪৭০এক্স” (MS 470X) দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এরপর ধারাবাহিকভাবে পেজটি থেকে আরও বেশ কয়েকটি পোস্ট করা হয়। তারা একটি পোস্টে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবি তোলে, যদিও কিছু সময় পর পোস্টটি মুছে ফেলা হয়।

উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংকে ব্যাপক ছাঁটাই কার্যক্রম চলছে। চার শতাধিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন এবং প্রায় ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।