৩০শে অক্টোবর, ২০২৫ 🔻 ১৪ই কার্তিক, ১৪৩২🔻 ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের  দাবিতে সুজানগরে স্মারক লিপি প্রদান

শেয়ার করুন:

সুজানগর প্রতিনিধি:  পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারক লিপি প্রদান করেছেন সুজানগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা খন্দকার গোলাম শিবলুর হাতে এ স্মারক লিপি প্রদান করেন এসোসিয়শনের প্রতিনিধিরা।

এছাড়াও সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদের হাতে স্মরক লিপি হস্তান্তর করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ম্রেণির বৃত্তি পরীক্ষায় বৈষম্য দুর করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারক লিপি দেয়া হয়। কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দাবি তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং ভালো ছত্র তৈরিতে নিরলসভাবে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কাজ করে যাচ্ছ। তাদের মেধা পরিশ্রম ও স্বচ্ছ জবাবদিহীতার কারণে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সব সময় ভালো ফলাফল উপহার দিয়ে আসছে। শুধু মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এমন সিদ্ধান্তে অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। তারা সরকারের এ সিদ্ধান্তে বৈষম্যের শিকার হচ্ছে বলে মনে করছে। ২০২৫ সালে ৫ ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের জোর দাবি জানান স্মারক লিপিতে ।

স্মরক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক মাহবুবুল আযম সোহেল, সহসভাপতি উজ্জল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম হোসেনসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও প্রতিনিধিগণ।