চাটমোহর (পাবনা) প্রতিনিধি:টাকা দশটাকার লোভ দেখিয়ে বাক প্রতিবন্ধি এক ছেলে শিশুকে নিয়ে আমগাছের কাছে যান ৬৫ বছরের বৃদ্ধ সত্যনাথ সরকার। সেখানেই শিশুটির সঙ্গে জৈবিক চাহিদা পুরনের কাজে লিপ্ত হলে বাঁধ সাধেন জনতা। বেদম উত্তম-মাধ্যমে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সত্যনাথকে। ঘটনা শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটা নাগাদ ঘটে পাবনার চাটমোহরের ছোট গুয়াখড়া গ্রামে।
এই ঘটনায় দশ বছর বয়সী ওই শিশুর মামা জসিম উদ্দিন বাদি হয়ে চাটমোহর থানায় মামলা করেছেন। সেই মামলায় সত্যনাথকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সত্যনাথ সরকার গুয়াখড়া গ্রামের-ই বাসিন্দা,বাবার নাম সুরেশ সরকার বোচা। শিশুটির বাড়িও একই গ্রামে,আমগাছটি গ্রামের ভেতরে থাকা ময়দান হোসেনের পুকুর পাড়ের, ঝোপ-জঙ্গল এলাকায়।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলছেন,খবর পাওয়ামাত্র ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দশটাকার লোভে পড়েছিল ছেলেটি।
Post Views: 51







