১৫ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭

৬৮ পাবনা ০১ (সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন

শেয়ার করুন:

উজ্জ্বল হোসেন: ৬৮ পাবনা ০১ (সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৪ ডিসেম্বর বিকেলে সাঁথিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্তরে সাঁথিয়া সর্বস্তরের জনগণের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ৬৮ পাবনা ০১ (সাঁথিয়া উপজেলা) একক সংসদীয় আসন বহাল রাখার দাবি জানান। বক্তারা আরো বলেন একটি মহল সাঁথিয়া উপজেলা একক আসন নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের কোর্ট চত্তরে দেখা যাচ্ছে। তারা গুটি কয়েক লোক চায়না সাঁথিয়া উপজেলা একক আসন থাকুক। তবে আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই এই ধরনের দালালদের সাঁথিয়ায় ঠাই হবে না। সাঁথিয়া একক আসন নিয়ে ষড়যন্ত্র সাঁথিয়া বাসী মেনে নেবে না।

এ সময় প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোড়গাছা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই,সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান, ছাত্র-প্রতিনিধি আসলাম খান, ছাত্র-প্রতিনিধি আরিফ হোসেনসহ প্রমূখ।