১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

৯ই আগস্ট থেকে একাদশে ভর্তি কার্যক্রম শুরু

শেয়ার করুন:

নিজস্ব
প্রতিবেদন:
আগামী ৯ই আগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির
কার্যক্রম শুরু হবে। আর ১৫ই সেপ্টেম্বর শেষ হবে ভর্তি আবেদন করার সময়। শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনির সভাপতিত্বে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়।
বিকেলে
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, ভর্তির যাবতীয় তথ্য
বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৩১শে
মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশিত হলেও করোনা মহামারির
কারণে ভর্তি কার্যক্রম শুরু হয়নি। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার
৫২৩ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 
এদিকে,
পহেলা এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, করোনার কারণে
তা স্থগিত করা হয়।