সাঁথিয়া প্রতিনিধি: পাবনা সাঁথিয়া উপজেলায় ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৭ কৃতি সন্তানের অসাধারণ সাফল্য। স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্তরা অধিকাংশ মফস্বলে বেড়ে উঠেন এবং এখানেই তারা লেখা পড়া করেন। গ্রামের অনুন্নত শিক্ষা প্রতিষ্ঠানে তারা লেখা পড়া করে জাতীয় মেধায় নিজের অবস্থান ধরে রেখেছেন। শহরের উন্নত ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে না পড়েও তাদের এ অর্জনে প্রশংসা করছে সাঁথিয়াবাসী। ৭ জনের মেধা আগামীর নতুন প্রজম্মকে অনুপ্রাণিত করবে। এতে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হলো। ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সাঁথিয়ার ৭ কৃতি সন্তান, যাঁরা তাঁদের মেধা, শ্রম ও একাগ্রতার মাধ্যমে দেশের সেবায় নিজেকে উৎসর্গের সুযোগ অর্জন করেছেন।
এই অর্জন শুধু ব্যক্তিগত নয় এটি গোটা সাঁথিয়া উপজেলার, এমনকি সমগ্র পাবনার শিক্ষার্থী সমাজের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর।বিসিএস এ সুপারিশপ্রাপ্ত পাবনার কৃতি সন্তানেরা হলেনঃ
ডাঃ সায়মা
বিলচাপড়ি গ্রামের কৃতি মেয়ে।
প্রাক্তন ছাত্রী, ধুলাউড়ি বালিকা উচ্চ বিদ্যালয়।
ডাঃ মৌসুমী আক্তার মুরশিদা
রতনপুর গ্রামের মেধাবী কন্যা।
প্রাক্তন ছাত্রী, আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি পাশ।
ডাঃ মোঃ সাইফুল ইসলাম রিপন
নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের গর্বিত মুখ।
ডাঃ মোঃ আসাদুল ইসলাম
ধুলাউড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রতিভাবান চিকিৎসক।
ডাঃ মোঃ রাকিবুল ইসলাম
আলোকদিয়া গ্রামের কৃতি সন্তান (ধুলাউড়ি ইউনিয়ন)।
ডাঃ মোঃ মহসিন আলম মঞ্জিল
ধোপাদহ ইউনিয়নের ধোপাদহ গ্রামের গর্ব।