৭ই নভেম্বর, ২০২৫ 🔻 ২২শে কার্তিক, ১৪৩২🔻 ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

ভাঙ্গুড়ায় চাঁদা দাবির প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শেয়ার করুন:

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ব্যবসায়ীদের কাছে প্রকাশ্যে চাঁদা দাবির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতি ও ব্যবসায়ীগণ।
এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গুড়া বকুলতলাস্থ সমিতির কার্যালয়ে সামনে এক মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে সমিতির সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লা জানান,গত ৪ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ভাঙ্গুড়া বাজারের বকুলতলায় অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এ.কে.এম. হানিফ বাবলু -এর অফিসে গিয়ে পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন কয়েকজন সহযোগি নিয়ে প্রকাশ্যে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ওই নেতা টেবিল চাঁপড়িয়ে প্রাণনাশের হুমকিও দেন।
বক্তব্যে বলা হয়,এটি স্পষ্ট চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড। ব্যবসায়ী সমাজ কোনোভাবেই চাঁদাবাজদের কাছে মাথা নত করবে না প্রয়োজনে রক্ত দিয়ে হলেও প্রতিরোধ গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে শিল্প ও বণিক সমিতি চার দফা দাবি তুলে ধরে বলেন, অবিলম্বে মোতালেব হোসেনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ভুক্তভোগী ব্যবসায়ী এ.কে.এম. হানিফের অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে মোতালেব হোসেনকে সব পদ থেকে বহিষ্কার, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে ভাঙ্গুড়া বাজারে স্থায়ী বিশেষ পুলিশ টহল জোরদার।
সমিতির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে অবস্থান কর্মসূচি, বাজার বন্ধ সহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন । এর দায়ভার তখন কিন্তু প্রশাসনকেই বহন করতে হবে।”
মানববন্ধন ও পরবর্তীতে সংবাদ সম্মেলনে ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির উপদেষ্টা সদস্য এ.কে.এম. হানিফ বাবলু,সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা সদস্য আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার,সহসভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম মোল্লা,বিএস ডিও’র কোষাধ্যক্ষ মাসুম হোসেন,পরিচালক আলহাজ্ব আবু বক্কার,পরিচালক আব্দুল জলিল, পরিচালক আক্কাস আলী,সদস্য আলহাজ্ব আশরাফ আলী, সদস্য মোহাম্মদ সেলিম,সদস্য আব্দুল মতিন,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনকে সহমর্মিতা জানিয়ে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, আব্দুল আলীম সাধু, মো. জামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক হুমায়ুন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, সাবেক কমিশনার শহিদুল ইসলাম এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামি।এই অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুবদল নেতা মোঃ আব্দস সালাম নুর।