৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

Honor ও এমএইচ টেকনোলজী লিঃ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কমঃ 

বাংলাদেশে Honor(অনার) এর ন্যাশনাল ডিষ্টিবিউটার এম এইচ টেকনোলজী লিমিটেড এর মধ্যে বুধবার(১৬ সেপ্টেম্বর) দুই প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়েছে। এম এইচ টেকনোলজী লিমিটেডের হেড অফিসে (এমজি টাওয়ারে) Honor(অনার) এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের বাংলাদেশের এমডি মুহাম্মদ তৌফিকুল ইসলাম ও এম এইচ টেকনোলজী লিমিটেডের চেয়ারম্যান হোসেন খাঁন। এসময় উপস্থিত ছিলেন এম এইচ টেকনোলজী লিমিটেডের হেড অফ সেলস্ শাকিলুজ্জামান (শাকিল), শাহেদ শেখ রাহাদ, কল্লোল কর বৈরাগী,এম এইচ টেকনোলজীর একাউন্টস ম্যানেজার ইউসুফ আলী ও Honor বাংলাদেশের অন্যন্য কর্মকর্তা বৃন্দ।